অবৈধ ট্রাভেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার আল-মামুন মার্কেট, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, গাজালা পারভীন রুহি, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অর্জুন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য আল মামুন মার্কেটে অবস্থিত আল সামন এন্টারপ্রাইজ, রাহিদ ট্রেভলসসহ ৬টি দোকান সীলগালা করা হয়। এছাড়াও ভুয়া নামাঙ্কিত সীল ব্যবহারকারী ১৭ জনের আবেদন পর্যালোচনা পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এ সময়ে ভুয়া নাম স্বাক্ষর দিয়ে যেন ছবি সত্যয়ন না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক অবৈধভাবে ট্রাভেল এজেন্সি কর্তৃক গৃহীত অতিরিক্ত ফি আদায় বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস