Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

The decision of the monthly meeting

অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ অনুষ্ঠানিকভাবে শুর করেন। অতপর সভাপতি সাহেব বিগত সভার কার্য বিবরণী পাঠ করে শুনালে কোন প্রকার সংশোধন সংযোজন ছাড়া প্রস্তাব সমূহ সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। 


গৃৃহিত সিদ্ধান্ত:- চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব পরিষদ সদস্যবৃন্দকে অবগতি করেন যে, বর্তমানে আমার উমরাহ হ্জ্ব পালনের জন্য আগামী ২০-১১-২০২২ খ্রি: তারিখ হইতে ২৫-১২-২০২২ খ্রি: তারিখ পর্যন্ত মোট ৩৬ (ছয়ত্রিশ)দিনের ছুটি পাওয়ার একান্ত প্রয়োজন। চেয়ারম্যান সাহেবের অবর্তমানে ছুটিকালীন সময়ে ০১ নং প্যানেল চেয়ারম্যান ও ০৭ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য জনাব মো: সামসুদ্দিন কামালী কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে অত্র পরিষদে দ্বায়িত্বভার গ্রহনসহ পরিষদের সার্বিক(আর্থিক কার্যক্রমসহ) কার্যক্রম পরিচালনা জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।