Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
হযরত শাহ কামাল (র:) মাজার (শাহার পাড়া)
Details

হজ়রত্ শাহ্ কামাল ক়োহাফাহ্ (জন্ম ১২৯১ খ্রিঃ - মৃত্যু ১৩৮৫ খ্রিঃ) দক্ষিন এশিয়ারর বিখ্যাত সুফী দর্বেশ; তাঁর জন্ম হয়ে ছিল হিজাজ় প্রদেশের মক্কা শহরে, তাঁর পিতার নাম, হজ়রত্ খ্বাজা বুরহানুদ্দিন ক়োহাফাহ্, যিনি হজ়রত্ আবু বক্কর সিদ্দিক়ীর জেষ্ট পুত্র, হজ়রত্ আব্দ্ আর্ রহমান ক়োহাফাহ্ এর উত্তরপুরুষ ছিলেন এবং হজ়রত্ শাহ জালাল ইয়ামানীর সঙ্গে ১৩০৩ খিষ্টাব্দে বাংলাদেশে আগমন করেন। হজ়রত্ শাহ্ কামাল ক়োহাফাহ্ ১২ জন শিষ্য দর্বেশ সঙ্গে নিয়ে তাঁর পিতার অন্বেষণে ১৩১৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশে আগমন করেন এবং তাঁর দর্গাহ অধুনা সুনামগ্ঞ্জ জেলার, জগন্নাথপুর উপজেলার, শাহারপাড়া গ্রামে বিদ্যমান।

তথ্যসূত্র

1.      সৈয়দমুরতাজাআলী, হজরতশাহ্‌ জালালওসিলেটেরইতিহাস

2.      শাহআব্দুলমজীদকো়রেশী, আমারআত্মকথা, সিলেট(১৯৮২)

3.      বাংলাদেশেরসুফী-সাধক, পৃঃ১১৪, গোলামসাকলায়েন, ইস্লালীফউন্ড্যাশনবাংলাদেশ(১৯৮২) ঢাকা